ইসলামী সাধারন জ্ঞান
আসসালামু আলাইকুম।
ইসলামী সাধারন জ্ঞান
বিষয় : আসহাবে রাসুল (স) - পর্ব: ০২
আজ আমরা জানবো ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা) এর সংক্ষিপ্ত জিবনী।
জন্ম - ২৭ অক্টোবর, ৫৭৩ খ্রীস্টাব্দ।
বাবা - উসমান ইবনে আমির
মাতা - সালমা উম্মুল খাইর
ভাইবোন - ৩ ভাই, ৩ বোন
বংশধর - সিদ্দিকী
স্ত্রী - আসমা, হাবিবা
পুত্র - ৩ জন
কণ্যা - ৩ জন
শাসনকাল - ৮ জুন, ৬৩২ খ্রীস্টাব্দ থেকে ২২ আগস্ট, ৬৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।
পেশা - কাপড় ব্যবসা
হাতে ইসলাম গ্রহন - ৯ জন
দাস মুক্ত করেছেন - ৮ জন
হিজরত - ৬২২ সালে
যুদ্ধে অংশগ্রহন - প্রায় ২০ টি
আমিরুল হজের দায়িত্ব পালন - ৬৩১ সালে
অবদান - অসংখ্য উল্লেখযোগ্য অবদানের মধ্যে কয়েকটি তুলে ধরা হল -
১. কুরআন সংকলন
২. মুসলিম দেশ সম্প্রসারণ
৩. হুদায়বিয়ার সন্ধিতে অংসহগ্রহন
৪. ভন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ
উপাধি - গুহার দ্বিতীয় ব্যাক্তি, সিদ্দিক
মৃত্যু - ২২ আগস্ট, ৬৩৪ খ্রিস্টাব্দ।
সমাধি - মসজিদে নববী, মদিনা
উত্তরসূরী - হযরত ঊমর (রা)।
Comments
Post a Comment