সকলের জানা উচিত"
অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। আপনাদের অবশ্যই জানা দরকার ?
আমাদের মধ্যে ৯৯% লোকই এটি জানে না। তাই দুর্ভাগ্যবশত এটাই কারণ হয়ে দাঁড়ায় কোনো দুর্ঘটনার। রান্নার জন্যে আমাদের ঘরে যে L.P.G গ্যাস থাকে আপনি কী জানেন তাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে।
সিলিন্ডারে A/B/C/D লেখা থাকে আর তার সাথে থাকে দুটি করে নম্বর। এখানে A বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি,আর মার্চ মাসকে বোঝায়। একইভাবে B - এপ্রিল, মে, জুন; C - জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বোঝায় আর D বলতে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর কে বোঝায়।
বাকি দুই নম্বর সালকে বোঝায়। উদাহরণস্বরূপ ওপরের ছবিটা দেখুন। এখানে B.13 লেখা আছে। এর মানে এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট ২০১৩ সালের জুন মাসে শেষ হচ্ছে। এই ডেটের পর থেকেই সিলিন্ডারে লিকেজ এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে তাই সময় থাকতে সচেতন হন। এর পর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন।
ছবি ও তথ্য সুত্র : গুগল
Comments
Post a Comment