জুমু'আর দিনের সুন্নাত সমূহ]]


👉১. গোসল করা (বুখারীঃ৮৭৭)

👉২.সূরা কাহফ পাঠ করা(বুখারীঃ৩/২৪৯)

👉৩. বেশি বেশি দুরুদ পাঠ করা(আবু দাউদঃ১০৪৭)

👉৪.ফজরের সালাতে সূরা সাজদা ও ইনসান পড়া(বুখারীঃ৮৯১)

👉৫. উত্তম পোশাক পরিধান করা ও সুগন্ধি লাগানো (বুখারীঃ৮৮৬)

👉৬. জুমুআর সালাতের জন্য তারাতাড়ি যাওয়া(বুখারীঃ৮৮১)

👉৭.মসজিদে প্রবেশ করে ২ রাকাত সালাত আদায় করে বসা(বুখারীঃ১১৬৭)

👉৮.মুসল্লীদের ইমামের দিকে মুখ করে বসা(তিরমিযীঃ৫০৯)

👉৯.নীরব থাকা ও খুতবা শোনা(বুখারীঃ৯৩৪)

👉১০. সূরা আলা ও গাশিয়া দিয়ে জুমুআর সালাত আদায় করা(মুসলিমঃ৮৮৭)

👉১১.জুমুআর সালাতের পর ২/৪ রাকাত নফল সালাত আদায় করা (মুসলিমঃ৯৩৪)

👉১২.বেশি বেশি দুয়া করা।বিশেষ করে আসরের শেষ দিকে(বুখারীঃ১০৪৮)

Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase