আল্লাহ তায়ালা ৭টি গুণ পছন্দ করেন ...
১. তওবা (অনুশোচনা/ফিরে আসা)
"আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন"
- বাকারাহ ২২২।
২. তাহারাত (পবিত্রতা)
"যারা পবিত্র থাকে আল্লাহ তাদের ভালোবাসেন"
- বাকারাহ ২২২।
৩. তাক্বওয়া (আল্লাহ ভীতি)
"নিশ্চই আল্লাহ মুওাকিদের ভালোবাসেন"
- তওবাহ ৪।
৪. ইহসান (ভালো/উত্তম/সুন্দর)
"আল্লাহ নেককারদের ভালোবাসেন"
- আল ইমরান ১৩৪।
৫. তাওয়াক্কুল (ভরসা করা/নির্ভর করা)
"নিশ্চই আল্লাহ ভালোবাসেন তার উপর ভরসাকারীদের"
- আল ইমরান ১৫৯।
৬. আদল (ন্যায়বিচার/ইনসাফ)
"আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন"
- মায়িদাহ ৪২।
৭. সবর (ধৈর্য/সহিষ্ণুতা)
"আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন"
- আল ইমরান ১৪৬।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর পছন্দের বান্দা হওয়ার তাওফিক দান করুক৷ আমিন।
Comments
Post a Comment