মুসনাদ আহমাদ : ১০৬৪২
নবীজি -এর মাহফিলে মাঝে মাঝে হাস্যরসিকতাও হতো। নবীজি রাশভারী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং সাহাবীগণ নবীজিকে অত্যন্ত সম্মান করতেন, আদব বজায় রাখতেন।কিন্তু তা সাহাবীদেরকে তাদের প্রিয় নবীজির সাথে স্বতঃস্ফর্ত ব্যবহার ও কথাবার্তা বলায় বাধা দিত না। একদিন নবীজি সাহাবীদের সাথে কথা বলছিলেন এবং একজন বেদুইনও সেখানে
উপস্থিত ছিলেন। নবীজি বলছিলেন, "জান্নাতবাসীদের কোনাে একজন তার রবের কাছে চাষাবাদের অনুমতি চাইবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি যা চাও, তা পাচ্ছ না?"
সে বলবে, "হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ। তারপর সে বীজ বুনবে এবং তার চারা জন্ম নেওয়া, গাছ বড় হওয়া ও ফসল কাটা সবকিছু পলকের মধ্যে হয়ে যাবে। আর তা (ফসল) হবে পাহাড়-সমান। তখন আল্লাহ তাআলা বলবেন, "হে আদমসন্তান, এগুলাে নিয়ে নাও। কোনাে কিছুই তােমাকে তৃপ্তি দেয় না।"
নবীজির কথা শেষ হলে বেদুইন লােকটি বলে উঠল, "ইয়া রাসূলাল্লাহ, আল্লাহর কসম,
এই ধরনের লােক আপনি কুরায়শী বা আনসারদের মধ্যেই পাবেন। কেননা, তারা চাষাবাদ পছন্দ করে। আর আমরা বেদুইনদের চাষাবাদের সাথে কোন সম্পর্কই নেই।"এ কথা শুনে উপস্থিত সকল সাহাবীগণ এমনকি নবীজিও হেঁসে ফেললেন।
Comments
Post a Comment