প্রশ্ন: পুরুষ ও মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?

 

উত্তর:

বহু সংখ্যক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করবেন। যেমন:

▪ আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

« آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتفْتِحُ، فَيَقُولُ الْخَازِنُ: مَنْ أَنْتَ؟ فَأَقُولُ: مُحَمَّدٌ، فَيَقُولُ: بِكَ أُمِرْتُ لَا أَفْتَحُ لِأَحَدٍ قَبْلَكَ »

“কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় দিয়ে দরজা খোলার অনুমতি চাইলে জান্নাতের রক্ষক বলবে, কে আপনি? 

আমি বলব: মুহাম্মদ।

তিনি বলবেন: আপনার জন্যই দরজা খোলার অনুমতি আছে। আপনার পূর্বে কারও জন্য দরজা খোলার অনুমতি নাই।” (মুসলিম, হাদিস নং ১৯৮)


▪ অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

أَنَا أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ  

"আমি কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব।" [সহিহ জামে তিরমিযী ও মাজমাউয যাওয়ায়েদ। শাইখ আলবানী বলেন: سنده جيد، رجاله رجال الشيخين এর সনদটি ভালো। আর বর্ণনাকারীগণ সবাই বুখারী ও মুসলিমের বর্ণনাকারী (সহীহাহ ১০০/৪)]

এ মর্মে আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে।


কিন্তু মুহাদ্দিসগণ বলেন, মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম প্রবেশ করবেন সে ব্যাপারে সহিহ হাদিস পাওয়া যায় না।

অবশ্য মুসতাদরাকে হাকিমে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে, "মহিলাদের মধ্যে ফাতিমা রা. সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন।" কিন্তু ইমাম যাহাবী এ হাদিসের সমালোচনা করে বলেন, এ বর্ণনাটি (সনদের দিক দিয়ে) মুনকার (অত্যন্ত দুর্বল)।

বিধায় দলিল হিসেবে তা গ্রহণযোগ্য নয়।


তাই বলব, যেহেতু বিষয়টি ইলমে গায়েব বা অদৃশ্য জ্ঞানের অন্তর্ভুক্ত সেহেতু বিশুদ্ধ হাদিসের প্রমাণ ছাড়া এ বিষয়ে কথা বলা সম্ভব নয়। আল্লাহু আলাম-এ বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন।


উত্তর প্রদানে:

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল

জুবাইল, সৌদি আরব

Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase