কিভাবে infinitive চিনতে হয়?
প্রিয় শিক্ষার্থীরা গতদিন লিখেছিলাম কিভাবে infinitive চিনতে হয়?
চল আজ তার উত্তর জেনে নেই।
infinitive মূলত এক প্রকার verb। যা non finite verb এর অন্তর্ভুক্ত। non finite verb সহজে চেনার উপায় হল এদের কোন present, past ও past participle form নেই। এরা sentemce এ সবসময় অপরিবর্তিত থাকবে। tense ও subject এর কারণে এদের কোন পরিবর্তন হবে না।
Infinitive এর structure :
To + verb এর base form/present form.
To swim is a good habit.
I wanted to perform there.
I like to eat.
এখানে to swim, to perform, to eat -- infinitive হিসাবে ব্যবহৃত হয়েছে।
identification of infinitive:
Infinitive চেনার কয়েকটি উপায় আছে। যেমন
১. এটা sentemce এ subject হিসাবে ব্যবহৃত হয়।
২. sentemce এ object হিসাবে ব্যবহৃত হয়।
৩. linking verb হিসাবে ব্যবহৃত হয়।
৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটির structure. এটি to + verb এর base form দিয়ে গঠিত হয়।
ইংরেজি বিষয়ে আপডেট পেতে প্লীজ follow/like করুন English with Arafat sir page টি।
Comments
Post a Comment