Posts

Showing posts from November, 2023

গল্প

ফিলিস্তিন

 পৃথিবীর একমাত্র আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র বা জাতিসংঘ স্বীকৃত রাষ্ট্র ফিলিস্তিন। প্রথম মহাযুদ্ধে কৃত্রিম ফসফরাস তৈরির প্রতিদান স্বরুপ ৯১১৭ সালের বেলফোর চুক্তির মাধ্যমে ১৯১৮ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত ফিলিস্তিন অঞ্চল খালি করে ইহুদিদের জন্য বসতি স্থাপন করা হয়। তখন আরবদের প্রতিবাদের মুখে বিষয়টি জাতিসংঘের দায়িত্বে দেওয়া হয়। জাতিসংঘ দুই রাষ্ট্রের প্রস্তাব দেয়। ইহুদীরা ৩২% হয়েও তারা পাবে ফিলিস্তিনের ৫৬.৫% পার্সেন্ট, ফিলিস্তিনিরা পাবে ৪৩%। বাকি ০.৫% আলকুদস ভূখণ্ড। যা আন্তর্জাতিক অঞ্চল। ১৯৪৭ সালে বিভক্তির এ প্রস্তাব কার্যকর হয়। আরব লীগ দ্রুত বৈঠকে বসে। কয়েকটি আরব দেশ মিলে স্যালভেশন আর্মি গঠন করে। নেতৃত্ব দেওয়া হয় সন্দেহজনক এক ব্যক্তি ফাওজী কাউকজীকে। এক মিলিয়ন পাউন্ড বাজেট করা হয়। দামেশকের কাতনায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শিবির খোলা হয়। এ সংবাদ শুনে ব্রিটেন আরবলীগের কাছে এ মর্মে বার্তা পাঠায়, ‘ফিলিস্তিনীদের প্রশিক্ষণ, সশস্ত্রীকরণ ব্রিটেন বন্ধুত্ব পরিপন্থি মনে করে।’ এতেই আরবলীগ ক্যাম্প বন্ধ করে দেয়। স্বেচ্ছাসেবকদের বের করে দেয়। স্যালভেশন আর্মির সংখ্যা ৭৭০০ তে নামিয়ে আনে। অথচ ইহুদী সশস্ত্র সংগঠন এ...