আল কুরআনের পরিচয়: পর্ব-১

 ৩০ পারায় ১১৪ টি সুরা যুক্ত পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিক মাধুর্যমন্ডিত কিতাব আল কুরআন।  অন্যান্য নাম আল ফুরকান, আল হিকমা, আশ শিফা, বুরহান ও আন নূর। রাসূলের ৪০ বছর বয়সে রমজানের ২৭ তারিখ রাতে মিনা নামক জায়গায় হেরা গুহায় জিব্রাইল (আ:) এর মাধ্যমে এই কিতাব নাযিল হয়। রাসুলুল্লাহ (স:) এর সময় কুরআন শোনার সাথে সাথে লিখে রাখতেন ৪২ জন সাহাবী। বিশেষভাবে হযরত যায়েদ ইবনে সাবিত (রা:) কে রাসুল (স:) এই দায়িত্ব দেন। পরবর্তিতে হযরত আবু বকর (রা:) এর সময় হযরত যায়েদ (রা) এর সংকলন করেন। হযরত ওমর (রা) ও হযরত ওসমান (রা:) এর সময় পৃথিবীব্যাপী এই কুরআন বন্টন করা হয়।

Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase