আল কুরআন
কুরআন যেন এক বিস্ময়ের আধার। জ্ঞানের আকর গ্রন্থ। আজ জেনে নিবো করআন পাকের আরো কিছু অসাধারন তথ্য।
আল কুরআনে দুনিয়া শব্দ এসেছে ১১৫ বার, পাশাপাশি আখেরাতের কথাও তো এসেছে ১১৫ বার। এ ছাড়া জীবনের আলোচনা এসেছে ১৪৫ বার, মৃত্যুর আলোচনাও এসেছে ১৪৫ বার। শয়তানের উল্লেখ হয়েছে ৮৮ বার, ফেরেশতার আলোচনাও এসেছে ৮৮ বার। কুফরের আলোচনা এসেছে ২৫ বার, ঈমানের আলোচনাও এসেছে ২৫ বার। অশ্লীলতা ও অসৎকর্মের আলোচনা এসেছে ২৪ বার, পাশাপাশি আল্লাহর গজবের আলোচনাও এসেছে ২৪ বার।
বিপদের আলোচনা এসেছে ৭৫ বার, শোকরের আলোচনাও এসেছে ৭৫ বার
Comments
Post a Comment