ইসলামী সাধারন জ্ঞান - পর্ব ১
আসসালামু আলাইকুম।
বন্ধুগণ ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি? আসুন প্রতিদিন কিছু কিছু ইসলামি জ্ঞান অর্জন করি।
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর নাম।
১. হযরত আবু বকর সিদ্দীক (রা)
২. হযরত ওমর ফারুক (রা)
৩. হযরত ওসমান (রা)
৪. হযরত আলী (রা)
৫. হযরত তালহা (রা)
৬. হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা)
৭. হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রা)
৮. সা'দ বিন আবী ওয়াক্কাস (রা)
৯. সাঈদ ইবনে যাইদ (রা)
১০. আবু ওবায়দাহ ইবনুল জাররাহ (রা)।
Comments
Post a Comment