Posts

Showing posts from August, 2021

#সত্যিকারের_লিডারশীপঃ

Image
প্রথমের লাল বৃত্তের তিনটা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ, দুর্বল। কিন্তু তাদের অভিজ্ঞতা বেশী। তাদের সামনে দেয়া হয়েছে কারন তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে। তাদের ঠিক পিছনের হলুদ দাগের পাঁচজন যারা দলের সবচেয়ে শক্তিশালী এবং যোদ্ধা নেকড়ে। তাদের কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোন আক্রমণ এলে সামাল দেয়া। তাদের ঠিক পিছনে,নবীন আর কম শক্তিশালীরা থাকে। কিন্তু মাঝের দলটাই সবচাইতে সুরক্ষিত । কারণ, তাদের পিছনে সবুজ চিহ্নিত দলটাও খুব শক্তিশালী এবং যোদ্ধা নেকড়েরা। তাদের কাজ পিছন থেকে কোন আক্রমণ এলে প্রতিরক্ষা দেয়া। তাদের পিছনে নীল চিহ্নিত একাকী নেকড়েটাই দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখা। সেই হচ্ছে দলনেতা (লিডার)। নেতাদের সবসময় সামনেই থাকতে হবে এমন নয়, প্রয়োজনে সবার পেছনেও যেতে হয়।  লিডারশীপ ব্যাপারটা এমনই। (সংগৃহীত)

প্রাথমিক শিক্ষা"

১: এক মা তার ঘরের বিভিন্ন দরজার উপরে নেমপ্লেটের মতো করে যিকির লিখে টাঙ্গিয়ে দিয়েছেন।🥀💔 কোনও কামরার দরজায় লেখা ‘সুবহানাল্লাহ কক্ষ’। কোনও কামরার দরজায় লেখা ‘আলহামদুলিল্লাহ কক্ষ’। আরেক কামরার দরজায় লেখা  ‘আল্লাহু আকবার কক্ষ’। রান্নাঘরের দরজায় লেখা  ‘ইস্তেগফার কক্ষ’। বৈঠকখানার দরজায় লেখা  ‘তাহলীল কক্ষ’। . ২: মেহমান এলে অবাক হয়। এটা কেন? . মায়ের সহাস্য উত্তর, -আমি আমার সন্তানদেরকে ‘জ্ঞানী’ বানাতে চাই। -জ্ঞানী বানানোর সাথে, দরজার উপরে এসব লেখার কী সম্পর্ক? - কুরআন কারীমে প্রকৃত জ্ঞানীকে উলুল আলবাব ( ﺃُﻭ۟ﻟُﻮﺍ۟ ﭐﻟۡﺄَﻟۡﺒَـٰﺐِ ) বা জ্ঞানের অধিকারী বলা হয়েছে। এই জ্ঞানীরা কারা? আল্লাহ তা‘আলাই বলে দিচ্ছেন, - “যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে।” (আলে ইমরান ১৯১) আমি চাই আমার সন্তানরাও সর্বাবস্থায় যিকিরে অভ্যস্ত হোক। তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হোক। . ৩: এই মা যখন যে কামরায় প্রবেশ করতেন, সন্তানদের শুনিয়ে শুনিয়ে সেই যিকির করতে থাকতেন। সন্তান আর সন্তানদের পিতাও তার দেখাদেখি এই আমলে অভ্যস্ত হয়ে উঠেছে। তাহলীলের কামরায় প্রবেশ করেই শিশুরা সমস্বরে বলে উঠছে, লা ইলা...
Image
 ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে,এবং এ নিয়ে  নাসার গবেষকেরা খুবই চিন্তিত৷  হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, হযরত মোহাম্মাদ সঃ বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত  নদী সোনার ভান্ডার উন্মুক্ত করে দেবে, সে সময় যারা ওখানে উপস্থিত থাকবে তারা যেনো তা থেকে কিছুই গ্রহন না করে৷  (সহীহ বুখারী, খন্ড ৬, পৃষ্ঠা ২৬০৫) প্রিয় নবিজী সঃ আরো বলেন,সেই পর্যন্ত কেয়মত সংঘটিত হবে না, যতক্ষন না ফোরাত নদী থেকে  স্বর্নের পাহার বের হবে৷ তার জন্য মানুষ যুদ্ধ করবে, প্রতি একশো জনে নিরানব্বই জন মারা যাবে, যারা জীবিত থাকবে, তারা ভাববে বোধহয় একা আমিই জীবিত আছি৷  (সহীহ মুসলিম,খন্ড ৪, পৃষ্ঠা ২২১৯) ১২/২/২০১৩এ একটা রিপোর্টে নিউইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকেরা এবং ক্যালফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ করছে, গত ১০বছরে ১১৭লক্ষ একর খাদের পানি শুকিয়ে গেছে৷ অর্থাত এই নদীর পানি শুকানোটা হচ্ছে কেয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত৷ ওহে মুসলিম তুমি ঘুমাচ্ছো কেনো?  তোমার কি এখনো সময় হয়নি তোমার প্রভুর ডাকে সাড়া দেওয়ার। ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন 🤲🤲

সকলের জানা উচিত"

Image
অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন। আপনাদের অবশ্যই জানা দরকার ? আমাদের মধ্যে ৯৯% লোকই এটি জানে না। তাই দুর্ভাগ্যবশত এটাই কারণ হয়ে দাঁড়ায় কোনো দুর্ঘটনার। রান্নার জন্যে আমাদের ঘরে যে L.P.G গ্যাস থাকে আপনি কী জানেন তাতে সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে। সিলিন্ডারে A/B/C/D লেখা থাকে আর তার সাথে থাকে দুটি করে নম্বর। এখানে A বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি,আর মার্চ মাসকে বোঝায়। একইভাবে B - এপ্রিল, মে, জুন; C - জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বোঝায় আর D বলতে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর কে বোঝায়। বাকি দুই নম্বর সালকে বোঝায়। উদাহরণস্বরূপ ওপরের ছবিটা দেখুন। এখানে B.13 লেখা আছে। এর মানে এই সিলিন্ডারের এক্সপায়ার ডেট ২০১৩ সালের জুন মাসে শেষ হচ্ছে। এই ডেটের পর থেকেই সিলিন্ডারে লিকেজ এবং অন্যান্য দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে তাই সময় থাকতে সচেতন হন। এর পর থেকে যখন কোনো নতুন সিলিন্ডার নেবেন আগে এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। ছবি ও তথ্য সুত্র : গুগল

বুখারীর_শরীফের ১০ টি বৈজ্ঞানিক হাদীসঃ

১)নবীজি বলেন,"জ্বর আসে জাহান্নামের তাপ থেকে!সুতরাং,জ্বর কে পানি দ্বারা প্রশমিত কর!  —�(সহীহ বুখারী,, খন্ড: ৭:অধ্যায় ৭১:হাদিস ৬২১)   ২)নবীজি বলেন,"যদি কারো পানিতে মাছি পড়ে যায়,তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান কর!কারণ,মাছির এক ডানায় আছে রোগ,অন্য ডানায় আছে প্রতিকার!  —�"(সহীহ বুখারী, ৪:৫৪:৫৩৭)  ৩)নবীজি বলেন,কালোজিরা আস- সামস ব্যতিত সর্বরোগের ঔষধ! আয়েশা জিজ্ঞেস করেন,আস- সামস কি?নবীজি উত্তরে বলেন,মৃত্যু! —�—� "(সহীহ বুখারী ৭:৭১:৫৯১) ৪)নবীজি বলেন,"যারা রোপ্যপাত্রে পানি পান করে,তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেটপুর্ণ করে!  —�-"(সহীহ বুখারী ৭:৬৯:৫৩৮)  ৫) নবীজি বলেন,"জাহান্নামের আগুণ আল্লাহর কাছে অভিযোগ করল,"হে আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে!সুতরাং,তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেয়ার অনুমতি দিলেন,একটি শীতকালে (প্রশ্বাস), অন্যটি গ্রীষ্মকালে (নিঃশ্বাস)! এবং এটাই (গ্রীষ্মকলে) প্রখর গরম ও (শীতিকালে) তীব্র শীতের কারণ!  —�-"(সহীহ বুখারী ৪:৫৪:৪৮২)  ৬)নবীজি বলেন,"আল্লাহ হাচি পছন্দ করেন এবং হাই তোলা অপছন্দ করেন!  —�-"(স...