জানেন কি?

 একদিন রাসূল (সা) কেঁদে উঠলেন। সাহাবারা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন- 'আমি আমার ভাইদের জন্য কাঁদছি।' সাহাবারা জিজ্ঞেস করলেন, 'ইয়া রাসূলুল্লাহ! আমরা কি আপনার ভাই নই?'


রাসূল (সা) বললেন, 'তোমরা তো আমার সাথী। আমার ভাই হল তারা, যারা আমার পরে আসবে আর আমাকে না দেখেই আমার উপর ঈমান আনবে।'


রাসূল (সা) আমার জন্য আপনার জন্য কেঁদেছেন, আমরা এই দুনিয়াতে আসার আগেই আমাদের বিরহ অনুভব করেছেন, না দেখেই আমাদের জন্য কেঁদেছেন ! 


আহারে!


আমরা কতোটুকুন মিস করি আমাদের প্রিয় নবীজী (সা) কে? তার বিরহে আমরা কবে কেঁদেছি? ক'ফোটা চোখের পানি ফেলেছি হৃদয়ের নবী (সা) কে ভালোবেসে ??


যে নবী আমাদের জন্য প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করতেন, যে নবী আমাদের জন্য কেঁদেছেন, সেই নবীর নামে আমরা দিনে ক'বার দুরুদ পড়ি? ভালোবেসে তার সুন্নাহ নিজের জীবনে কতোটা পালন করি?


🌹 আল্লাহুমা সাল্লিআলা সাইয়্যিদিনা মুহাম্মদ 🌹


#আমার_নবী #প্রেমের_নবী

#আমার_নবী #আমার_ভালবাসা .. ❤

Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase