মন্ত্রী
তিনি কোন শ্রমিক নয়, যে সাইকেল চালিয়ে কর্মস্থলে যায়!
তিনি একজন মন্ত্রী!!!!
মন্ত্রীর জুতাটা একজন শ্রমিকের জুতার মতো, যার বাজার মূল্য ১০০ থেকে ১২০ টাকা।
এগুলো বেশি বেশি প্রচার করা দরকার, বিশ্ব জানুক প্রকৃত নেতা কেমন হয়।
ইউরোপের ক্রস নেতাদের জীবন আমাদের খুব প্রভাবিত করে কিন্তু হযরত ওমর রদিঃ এর উত্তরসূরীদের জীবন ব্যাবস্থা আমাদের নাড়া দেয়না।
Comments
Post a Comment