মানবতার বন্ধু

 রাসুলুল্লাহ (স) এর জীবনী ভিত্তিক অনন্য গ্রন্থ,  যুগশ্রেষ্ঠ  লেখক,  বিশিষ্ট দায়ী ইলাল্লাহ, পাকিস্তানের অন্যতম আলেমে দ্বীন জনাব নঈম সিদ্দিকী রচিত "মুহসিনে ইনসানিয়াত" গ্রন্থের বাংলা অনুবাদ "মানবতার বন্ধু মুহাম্মদ রসুলুল্লাহ (স)।" গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ হয়েছে। যার নাম Human Benefactor। রাসুলুল্লাহ (স) এর বিস্ময়কর মাক্কী জীবন ও অসাধারন নেতৃত্ব গুণে পরিচালিত মাদানী জীবন এর এক ঝলক এই কিতাব। সূর্য কে যেমন আয়নায় দেখা যায় কিন্তু একটা পূর্ণ সূর্যের অবয়ব ধারন অসম্ভব তেমনি রাসুলুল্লাহ (স) এর জীবনীও এক কিতাবে দেখার চেষ্টা করা হয়েছে স্বার্থকভাবে। প্রিয় পাঠক, আশা করি আপনার ব্যক্তিগত সংগ্রহশালাকে এই বই আরো সম্বৃদ্ধ করবে।


Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase