Identification of noun:

 

1. The cow is a useful animal.

2. Ripon is an intelligent boy.

3. Rice is our staple food.

4. Freedom is man's birth right.

5. The crowd has no discipline.


উপরের বাক্যগুলো থেকে আমরা কিছু noun identify করি।  যেমন : Cow, Ripon, Rice, Freedom এবং Crowd.

Cow শব্দটি দিতে পৃথিবীর সকল গরুকেই বুঝায়। তাই এটি Commom.noun, অপরদিকে Ripon বললে আমরা একজন মানুষকেই বুঝি যার নাম  Ripon. তাই এটি একজনকে নির্দিষ্ট করে বুঝায় বিধায় এটি proper noun। 

Rice শব্দটি দিয়ে এমন noun কে বুঝায় যা গণণা করা অসম্ভব কিন্তু ওজন করা যায়। তাই এটি Material noun.অন্যদিকে freedom শব্দটি দেখা ও ধরা যায় না কিন্তু বুঝা যায় অর্থাৎ এটি অনুভূতির সাত্থে জড়িত তাই এটি Abstract noun। 

Crowd শব্দটি দিয়ে একক ভাবে কাঊকে না বুঝিয়ে দলগত নাম বুঝায় তাই এটি Collective noun।


প্রিয় পাঠক, মাত্র এই পাচঁটি বাক্য থেকে Noun identification বুঝে ফেলা সম্ভব না। আমি শুধু প্রাথমিক আলোচনা করেছি। তাই আগামিকাল বাকী অংশ আলাপ করবো এবং কিছু ব্যতিক্রম identification দেখাবো ইনশাল্লাহ। 

নিয়মিত আপডেট পেতে প্লীজ English with Arafat sir পেইজটি ফলো করুন। সবার অনুরোধে শিঘ্রই আমার ইউটিউব চ্যানেলে ক্লাস দিচ্ছি। ইনশাল্লাহ সময়মত লিংক দিবো।

Comments

Popular posts from this blog

Japan and atomic bomb.

Hazrat Omar (R)

Class eight : paraphrase