ইডিয়ট
ধর্ম - প্রত্যেক মানুষের কাছে মহান সৃষ্টিকর্তার (আল্লাহর) দেয়া অপূর্ব ফয়সালা। যার মাধ্যমে নিজের জীবন পরিশীলিত হবে। চলার পথ মসৃণ হবে। তাই ধর্ম মানার ক্ষেত্রে সবার দৃষ্টিভংগি হবে শ্রদ্ধার। নিজের ধর্মকে শ্রদ্ধা করি কি না সেটা বুঝার উপায়ও হচ্ছে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অন্যের ধর্মবিশ্বাসকে সম্মান করা। বিজ্ঞানের এই অসম্ভব উৎকর্ষতার যুগে এসে ইসলাম যখন সর্বগ্রাহী একটি ধর্ম হিসাবে প্রমাণিত হচ্ছে, যখন ইসলামের সকল বিষয় বৈজ্ঞানিক মানদন্ডে উত্তীর্ণ হয়ে বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে সেসময় এই দেশের সুশীলদের মধ্যে কতিপয় অর্ধশিক্ষিত, অশিক্ষিতরা ইসলামকে কটাক্ষ করে নিজেদেরকে জ্ঞানী (!!) ও মুক্তমনা (?!) হিসাবে প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। এসব ধর্মবিরোধীরা সকল শ্রেণীর মানুষের কাছে "ইডিয়ট "।
Comments
Post a Comment